ইয়াসে ক্ষতিগ্রস্তদের অর্থ-খাদ্য সহায়তা দিচ্ছে নৌবাহিনী
ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত সমুদ্র উপকূলীয় প্রত্যন্ত এলাকার অসহায় ও দুঃস্থ মানুষদের নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।
মঙ্গলবার (১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার মংলাস্থ ফ্লোটিলা ওয়েস্টের কমান্ডারের তত্ত্বাবধানে খুলনার ডাংমারী, পিরোজপুরের মাঝারের চর, চরখালী ও মঠবাড়িয়ায় ২ হাজার পরিবারকে খাদ্য ও অর্থ সহায়তা দেওয়া হয়। এর আগে ৩১ মে বরগুনার বেতাগী ও ফুলঝুড়ি এবং বাগেরহাটের মোংলা, জয়মনি ও রামপালে ১ হাজার পরিবারকে খাদ্য ও অর্থ সহায়তা দেওয়া হয়। এছাড়া, কক্সবাজারের নুনিয়াছরা, কুতুবদিয়া পাড়া, সমতিপাড়া, নাজিরারটেক ও ইনানী বিচ এলাকার ৬ নম্বর ওয়ার্ডে জেলে পাড়ার ৫০০ পরিবারকে অনুরূপ সহায়তা দেওয়া হয়।
খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, ছোলা, লবণ, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়।
ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ঢাকা/হাসান/রফিক