ঢাকা     রোববার   ০৩ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ১৯ ১৪৩১

ব্যাংকের ২৩৮ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ২৬ জুন ২০২১  
ব্যাংকের ২৩৮ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১

সৈয়দ অহিদুর রহমান

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ২৩৮ কোটি টাকা আত্মসাতের মামলায় সৈয়দ অহিদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (২৬ জুন) সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ রাইজিংবিডিকে এ তথ‌্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘টাকা আত্মসাতের পাশাপাশি বিদেশে পাচারের অভিযোগে ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর মতিঝিল থানায় মামলা হয়। কিন্তু, অহিদুর পলাতক ছিলেন। তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।’

অভিযোগ আছে, কমার্স ব‌্যাংকের গ্রাহক প্রতিষ্ঠান এসবি এক্সিমের নামে টেরাকোটা টাইলস রপ্তানির নামে জালিয়াতির মাধ্যমে ২৩৮ কোটি টাকা আত্মসাৎ করেছেন সৈয়দ অহিদুর রহমান।

সিআইডি জানায়, টাকা আত্মসাতের অন্যতম হোতা অহিদুর। তিনি কার্গো ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজার। শুক্রবার (২৫ জুন) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অপর আসামি মো. শাহজাহান বাবলু এবং মো. রফিক উদ্দিন স্বপনের সহায়তায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২৩৮ টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেন সৈয়দ অহিদুর রহমান। তাকে রিমান্ডে নিয়ে আত্মসাৎকৃত টাকা উদ্ধারসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে বলে জানিয়েছে সিআইডি।

ঢাকা/মাকসুদ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়