‘নৌ খাতের কর্মকাণ্ডে মানুষের আগ্রহ বেড়েছে’
![‘নৌ খাতের কর্মকাণ্ডে মানুষের আগ্রহ বেড়েছে’ ‘নৌ খাতের কর্মকাণ্ডে মানুষের আগ্রহ বেড়েছে’](https://cdn.risingbd.com/media/imgAll/2021March/565221-2106270732.gif)
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের বাজেটের আকার ছোট হলেও দৃষ্টিভঙ্গি অনেক বড়। নৌ খাতের কর্মকাণ্ডে মানুষের আগ্রহ বেড়েছে। জনগণ আমাদের কর্মকাণ্ডে পুরোপুরি সন্তুষ্ট হতে না পারলেও অসন্তুষ্ট নয়। এ অর্জন সবার কর্মকাণ্ডের ফল। এ অর্জন ধরে রাখতে হবে।
রোববার (২৭ জুন) সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের সাথে এর অধীনস্ত ১১টি সংস্থার ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্র (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
১১টি সংস্থার ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সরাসরি এবং অনলাইনে স্বাক্ষরিত হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী মন্ত্রণালয়ের পক্ষে এবং সংস্থা প্রধানরা নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি), নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বাস্থবক) এর প্রধানরা সরাসরি এবং ঢাকার বাইরে অবস্থিত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক), মোংলা বন্দর কর্তৃপক্ষ (মোবক), পায়রা বন্দর কর্তৃপক্ষ (পাবক), বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), বাংলাদেশ মেরিন একাডেমি, ন্যাশনাল মেরিটাইম ইনসটিটিউট (এনএমআই) ও নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের প্রধানরা জুমস অ্যাপস এর মাধ্যমে স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ এম তাজুল ইসলাম, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালালউদ্দিন, বাস্থবক’র চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, চবক’র চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, মোবক’র চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, পাবক’র চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল, বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর সাব্বির মাহমুদ, মেরিন একাডেমির কমান্ডেন্ট সাজিদ হোসেন, এনএমআই’র অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল এবং নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর-এর পরিচালক মো. জসিমউদ্দিন এপিএ-তে স্বাক্ষর করেন।
/আসাদ/এসবি/