লকডাউনে যা চলবে, যা চলবে না
সোমবার (২৮ জুন) থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল পর্যন্ত ৩ দিনের সীমিত লকডাউন (বিধিনিষেধ) দিয়েছে সরকার। রোববার (২৭ জুন) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
লকডাউনে যা চলবে, যা চলবে না
১। সীমিত পরিসরে সরকারি বেসরকারি অফিস চলবে, তবে নিজ ব্যবস্থাপনায় যাতায়ত করতে হবে।
২। পণ্যবাহী যান ও রিকশা ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে।
৩। সব শপিংমল, মার্কেট, পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
৪। খাবারের হোটেল-রেস্তোঁরা সকাল ৮ থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় করতে পারবে।
৫। সবার মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা ও গণপরিবহন বন্ধ রাখাসহ বিধিনিষেধ কড়াকড়ি প্রতিপালনে আইন শৃঙ্খলাবাহিনী কড়া দায়িত্ব পালন করবে।
নঈমুদ্দীন/মেয়া/এসবি/