ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত‌্যুর রেকর্ড ১১৯

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ২৭ জুন ২০২১   আপডেট: ১৮:২৬, ২৭ জুন ২০২১
করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত‌্যুর রেকর্ড ১১৯

প্রতীকী ছবি

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ১৪ হাজার ১৭২ জন।

২৬ জুন সকাল ৮টা থেকে ২৭ জুন সকাল ৮টা পর্যন্ত ৫ হাজার ২৬৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জন।

পড়ুন: করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত‌্যুর রেকর্ড ১১৯

আরো পড়ুন:

রোববার (২৭ জুন) বিকেলে স্বাস্থ‌্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

আরও পড়ুন: লকডাউনে যা চলবে, যা চলবে না

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৯ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৮ লাখ ৪ হাজার ১০৩ জন।

গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৪০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৫ লাখ ৬ হাজার ৭৮১টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২১ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬৫ শতাংশ। সুস্থতার হার ৯০ দশমিক ৫১ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬০ শতাংশ।

আরও পড়ুন: লকডাউনে মাঠে থাকবে সেনাবাহিনী: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা/রফিক/এমএম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়