লকডাউনে আইন শৃঙ্খলাবাহিনী কড়া দায়িত্ব পালন করবে
সোমবার (২৮ জুন) থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল পর্যন্ত ৩ দিনের সীমিত লকডাউন (বিধিনিষেধ) দিয়েছে সরকার। রোববার (২৭ জুন) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সবার মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা ও গণপরিবহন বন্ধ রাখাসহ বিধিনিষেধ কড়াকড়ি প্রতিপালনে আইন শৃঙ্খলাবাহিনী কড়া দায়িত্ব পালন করবে।
আরও পড়ুন: লকডাউনে যা চলবে, যা চলবে না
এদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক রোববার (২৭ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যুর ঝুঁকি বাড়বে। লকডাউন নিশ্চিতে বিজিবির পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী।
তিনি বলেন, আমাদের ১৬-১৭ কোটি জনসংখ্যার দেশে লাখো মানুষ আক্রান্ত হলে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর হয়ে যাবে। তাই সুস্থ থাকার স্বার্থে সবাইকে সুন্দরভাবে লকডাউন পালনের কোনো বিকল্প নেই। করোনার হাসপাতালগুলো অলরেডি ফিলাপ হয়ে গেছে। কাজেই আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
/মেয়া/এসবি/