ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মগবাজারে বিস্ফোরণ: আলামত সংগ্রহ চলছে 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ২৮ জুন ২০২১   আপডেট: ১৬:২৫, ২৮ জুন ২০২১

মগবাজারে ভবনে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস‌্যরা। 

সোমবার (২৮ জুন) সকাল থেকেই দুর্ঘটনাকবলিত ভবনটির বিভিন্ন অংশ ঘুরে ঘুরে তাদের আলামত সংগ্রহ করতে দেখা গেছে। 

ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস‌্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাথমিকভাবে শর্মা হাউসের রান্নাঘর থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর কেন বিস্ফোরণ হলো তা বলা যাবে।

আরো পড়ুন:

দুর্ঘটনাকবলিত ভবনের চারপাশ ঘুরে দেখা গেছে, ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের নিচতলায় অবস্থিত শর্মা হাউসটির ভেতরে আসবাবপত্রসহ স্থাপনার বিম বিধ্বস্ত হয়েছে। ভবনটির পেছনদিকে দোতলা ও নিচতলার অনেকাংশ ধসে পড়েছে। এখনো পর্যন্ত ভবনটির ধ্বংসস্তুপ একইভাবে রয়েছে। আলামত সংগ্রহের পর তা নিষ্কাশনের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। এদিকে, বিস্ফোরণের সময় ওই সড়কের তিনটি বাসও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনটি বাসের প্রায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। 

রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. সাজ্জাদ হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘তদন্ত পূর্বক বিস্ফোরণের কারণ বলতে পারবো।’

এদিকে, বিস্ফোরণের কারণ তদন্তে ফায়ার সার্ভিস, পুলিশ, র‌্যাব এর পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সিআইডি, এনএসআই, এসবি এবং বোমা বিশেষজ্ঞ দল তদন্ত শুরু করেছে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের চারদিকে কর্ডন দিয়ে তারা ধ্বংসস্তুপের নিচ থেকে আলামত সংগ্রহ করছেন।

ঢাকা/মেসবাহ য়াযাদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়