ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

বন্ধ থাকবে সরকারি-বেসরকারি অফিস 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ৩০ জুন ২০২১   আপডেট: ১২:৫৭, ৩০ জুন ২০২১
বন্ধ থাকবে সরকারি-বেসরকারি অফিস 

করোনা সংক্রমণ রোধে ১ জুলাই ভোর ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সময়ে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে।

বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে লকডাউনের বিধিনিষেধ সংক্রান্ত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে ২১টি নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। কারণ ছাড়া বের হলেই তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। স্বাস্থ্যবিধি এবং লকডাউন এর বিধিনিষেধ প্রতিপালনে আইনশৃঙ্খলাবাহিনী কঠোর থাকবে। পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনা সদস্যরো মাঠে দায়িত্ব পালন করবে। এসময় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন:

লকডাউনে অভ্যন্তরীণ বিমানসহ সড়ক, রেল, নৌপথের সব গণপরিবহন বন্ধ থাকবে। এমনকি সব প্রকার যন্ত্রচালিত যানবাহন বন্ধ থাকবে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়