ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মগবাজারে বিস্ফোরণ: নিহত বেড়ে ১১

মেডিক‌্যাল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ১ জুলাই ২০২১  
মগবাজারে বিস্ফোরণ: নিহত বেড়ে ১১

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় রাসেল (২০) নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ‌্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর সোয়া ২টার সময় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তিনি মারা যান।

শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণের ঘটনায় রাসেলের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

রাসেলের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বরুয়াল গ্রামে। তার বাবার নাম জসীমউদ্দীন। রাসেল বেঙ্গল মিট এর সেলসম্যান ছিলেন। সপরিবারে তিনি শান্তিনগর এলাকায় থাকতেন।

গত ২৭ জুন সন্ধ‌্যায় মগবাজারের সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ওই দিনই ৭ নিহত হন।  ২৯ জুন ঘটনাস্থল থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জন মারা যান। এখনও হাসপাতালে বেশ কয়েকজন ভর্তি আছেন। 

ওই বিস্ফোরণে রাস্তায় চলাচলকারী তিনটি যাত্রীবাহী বাস, আশপাশের আরও ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

ঢাকা/বুলবুল/ইভা 

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়