দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন দেলোয়ার হোসেন
দেলোয়ার হোসেন (ফাইল ফটো)
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমারবিষয়ক উইংয়ের পরিচালক দেলোয়ার হোসেনকে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি আবিদা ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
বৃহস্পতিবার (১ জুলাই) মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেলোয়ার হোসেন ১৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি প্যারিস, ত্রিপোলি, থিম্পু, বেইজিং মিশনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেন। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ে দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে বিবিএ ও এমবিএ এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাস করেন দেলোয়ার হোসেন। এছাড়া, তিনি প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন।
ঢাকা/হাসান/রফিক