‘অন্তত হাড়ের টুকরোগুলো পেলে কবর তো দিতে পারবো’
একই ফ্লোরে একসাথে ১৮ জন কাজ করতাম। ৬ জন বেঁচে আছি। ১২ জনকে খুঁজে পাচ্ছি না। এখন অপেক্ষায় আছি তাদের লাশের। লাশ না পেলে হাড়ের টুকরোগুলো যেন পাই। সেগুলো তো নিয়ে যেতে পারবো। কবর তো দিতে পারবো।
শুক্রবার (৯ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে একথা বলছিলেন সহকর্মী মো.মোতালেব।
তিনি বলেন,‘চারতলায় কাজ করি। রোজার ঈদের পর সবাই যোগদান করি। ৫টার কিছু আগে আসরের নামাজ পড়তে নিছে নামি। কিছুক্ষণ পর দেখি নীচ তলায় আগুন। আস্তে আস্তে আগুন উপরে উঠতে থাকে। সবাইকে উপরে উঠতে বলি। যারা উপরে উঠেছে তারা বেঁচে আছে। আর যারা নীচে নামতে গেলে আগুনের ধোঁয়ায় অক্সিজেনের অভাবে মারা গেছে। উপরে যারা উঠেছিল তারা ফায়ার সার্ভিসের সহায়তায় রশি দিয়ে নীচে নেমে জীবন রক্ষা পাই।’
মোতালেব বলেন,‘১২ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের লাশটা যেন পাই। লাশ না পেলে শরীরের হাড়গুলো পেলে সেগুলো নিয়ে গিয়ে কবর তো দিতে পারবো।’
আগুন কিভাবে লাগতে জানতে চাইলে মোতালেব বলেন, তা বলতে পারবো না। কিছুদিন আগেও চানাচুরের চুলা থেকে চার তলায় আগুন লাগে। তখন অবশ্য এমনিতেই আগুন নিভে যায়। ফ্যাক্টরীতে ভিতরে দুটি সিঁড়ি থাকলেও বাইরে কোনো সিঁড়ি ছিল না বলে জানান মোতালেব।
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৫২ জন প্রাণ হারিয়েছেন।
ঢাকা/মামুন/এমএম
- ৩ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: আরও ২১ জনের মরদেহ হস্তান্তর
- ৩ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: মামলার তদন্তে সিআইডি
- ৩ বছর আগে সেজান জুস কারখানায় আগুন: মালিকের ২ ছেলের জামিন
- ৩ বছর আগে ‘শ্রম আইনের লঙ্ঘন হয়েছে সেজান জুস কারখানায়’
- ৩ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: আহত শ্রমিকরা পেলেন চিকিৎসা সহায়তা
- ৩ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা
- ৩ বছর আগে ‘রূপগঞ্জে অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’
- ৩ বছর আগে নারায়ণগঞ্জে আগুনের ঘটনায় হত্যা মামলা, গ্রেপ্তার ৮
- ৩ বছর আগে নারায়ণগঞ্জের কারখানার আগুন নিয়ন্ত্রণে
- ৩ বছর আগে ‘ও স্যার, আমার মায়ের হাড্ডিগুলা খুইজ্জা দেন স্যার!’
- ৩ বছর আগে ‘২৪ টা ঘণ্টা মেয়ের লাশটা পড়ে ছিলো’
- ৩ বছর আগে রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ‘লাশ শনাক্তে ডিএনএ পরীক্ষা’
- ৩ বছর আগে ‘আহতরা ৫০ হাজার, নিহতদের পরিবার পাবে ২ লাখ টাকা’
- ৩ বছর আগে কারখানাটিতে দাহ্য পদার্থ ছিল: পুলিশ
- ৩ বছর আগে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় অর্থমন্ত্রীর শোক