মেয়ে বাঁচলেও মারা গেছেন মা মিনা
মা মিনা খাতুনের সাথে একই ফ্লোরে কাজ করতেন মেয়ে চম্পা আক্তার। প্রয়োজনীয় একটা কাজে কারখানায় আগুন লাগার কিছু আগে নিচে নামেন তিনি। খানিকবাদেই আগুনের ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে চম্পা বেঁচে গেলেও কারখানায় থাকা তার মা মিনা খাতুন মারা যান।
শুক্রবার (৯ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের সামনে কথা হয় চম্পা আক্তার কাঁদছিলেন আর বিলাপ করছিলেন।
চম্পা বলেন,‘আমরা চার ভাই-বোন। বাবা চায়ের দোকানী। গাউছিয়া নতুন বাজারে বাসা। কিশোরগঞ্জের সদরে আমাদের বাড়ি। আমি এক বছর আগে কাজে যোগ দেয়। আর আমার মা কাজ করে দুই বছর আগে থেকে।’
দুর্ঘটনার দিনের বর্ণনা দিতে গিয়ে চম্পা বলছিলেন-‘ও দিন মা ঘুম থেকে উঠে সকাল ৬টা ৪০ মিনিটে রান্না করেন। এরপর দুইজন একসাথে বের হই। কারখানায় যাই। এরপর মায়ের সাথে আর দেখা হয়নি। ৫টার কিছু আগে একটা কাজে নিচে নামি। এর কিছুক্ষন পরই আগুন লাগে। আর আমার মায়ের সাথে আর দেখা হলো না।’
বৃহস্পতিবার ( ৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৫২ জন প্রাণ হারায়।
ঢাকা/মামুন/এমএম
- ৩ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: আরও ২১ জনের মরদেহ হস্তান্তর
- ৩ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: মামলার তদন্তে সিআইডি
- ৩ বছর আগে সেজান জুস কারখানায় আগুন: মালিকের ২ ছেলের জামিন
- ৩ বছর আগে ‘শ্রম আইনের লঙ্ঘন হয়েছে সেজান জুস কারখানায়’
- ৩ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: আহত শ্রমিকরা পেলেন চিকিৎসা সহায়তা
- ৩ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা
- ৩ বছর আগে ‘রূপগঞ্জে অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’
- ৩ বছর আগে নারায়ণগঞ্জে আগুনের ঘটনায় হত্যা মামলা, গ্রেপ্তার ৮
- ৩ বছর আগে নারায়ণগঞ্জের কারখানার আগুন নিয়ন্ত্রণে
- ৩ বছর আগে ‘ও স্যার, আমার মায়ের হাড্ডিগুলা খুইজ্জা দেন স্যার!’
- ৩ বছর আগে ‘২৪ টা ঘণ্টা মেয়ের লাশটা পড়ে ছিলো’
- ৩ বছর আগে রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ‘লাশ শনাক্তে ডিএনএ পরীক্ষা’
- ৩ বছর আগে ‘আহতরা ৫০ হাজার, নিহতদের পরিবার পাবে ২ লাখ টাকা’
- ৩ বছর আগে কারখানাটিতে দাহ্য পদার্থ ছিল: পুলিশ
- ৩ বছর আগে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় অর্থমন্ত্রীর শোক