কম্পা মা তুই কোথায়, ফিরে আয় মা: বাবার আর্তনাদ
স্কুল বন্ধ। পড়ালেখার চাপ নেই। তাই ঠাকুরমা আর ভাইয়ের সঙ্গে গত ২৫ জুন নারায়ণগঞ্জে এসেছিল কম্পা রানী বর্মন (১৪)। আর আজ তার লাশ পড়ে আছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে।
আরও পড়ুন: ‘অন্তত হাড়ের টুকরোগুলো পেলে কবর তো দিতে পারবো’
শুক্রবার (৯ জুলাই) তার লাশের জন্য অপক্ষো করছেন বাবা-মা, ভাই, চাচারা। কম্পা রানী বর্মনদের গ্রামের বাড়ি মোলভীবাজারের চাঁনপুর গ্রামে।
কম্পার মা সুমা রানী বর্মণ বলেন,‘দুই ছেলে আর তিন মেয়ের মধ্যে কম্পা তৃতীয় সন্তান। পঞ্চম শ্রেণিতে পড়ে। করোনায় স্কুল বন্ধ। বাসায় থেকে কি করবে। তাই ঠাকুরমার সাথে নারায়ণগঞ্জ এসেছিল। এখানে এসে জুস কারখানার কাজে ঢুকে যায়। আর আজ মরে গেলো!
ভাই দুর্জয় জানায়,‘গত ২৫ জুন আমরা তিনজন ঢাকায় আসি। বাসা রূপগঞ্জের মাসাবো। ঠাকুরমা এক জায়গায় রান্নার কাজ করে। আমি ডিজনি সোয়েটার কোম্পানিতে আছি। আর কম্পা ওই জুসের কারখানায় কাজ নিল। বেতন ধরা হয় চার হাজার ৮০০ টাকা। ডিউটি সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত।’
দুর্জয় দুর্ঘটনা প্রসঙ্গে জানাচ্ছিলেন, ‘বিকেল ৫টার সময় আগুন লাগার খবর পাই। আমি অফিস থেকে ছুটি নিয়ে ঘটনাস্থলে চলে আসি। কম্পা কাজ করতো চার তলায়। পারলাম না আমার বোনকে বাঁচাতে।’
আগুনের খবর শুনে মৌলভীবাজার থেকে গাড়ি ভাড়া করে ছুটে এসেছে কম্পার পরিবার। বাবা পরবানন্দ বর্মন বুক চাপড়ে কাঁদছিলেন ,‘কম্পা, মা তুই কোথায় মা। আমাদের কাছে ফিরে আয় মা। ঘটনার আগের দিন রাতে তার সঙ্গে কথা হয়। কেমন আছি জানতে চায়। চাকরির বিষয়েও কথা বলে। এখন আমি কার সাথে কথা বলবো?’
আরও পড়ুন: মেয়ে বাঁচলেও মারা গেছেন মা মিনা
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫২ জন প্রাণ হারায়।
/মামুন/এমএম/
- ৩ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: আরও ২১ জনের মরদেহ হস্তান্তর
- ৩ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: মামলার তদন্তে সিআইডি
- ৩ বছর আগে সেজান জুস কারখানায় আগুন: মালিকের ২ ছেলের জামিন
- ৩ বছর আগে ‘শ্রম আইনের লঙ্ঘন হয়েছে সেজান জুস কারখানায়’
- ৩ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: আহত শ্রমিকরা পেলেন চিকিৎসা সহায়তা
- ৩ বছর আগে রূপগঞ্জে কারখানায় আগুন: উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা
- ৩ বছর আগে ‘রূপগঞ্জে অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’
- ৩ বছর আগে নারায়ণগঞ্জে আগুনের ঘটনায় হত্যা মামলা, গ্রেপ্তার ৮
- ৩ বছর আগে নারায়ণগঞ্জের কারখানার আগুন নিয়ন্ত্রণে
- ৩ বছর আগে ‘ও স্যার, আমার মায়ের হাড্ডিগুলা খুইজ্জা দেন স্যার!’
- ৩ বছর আগে ‘২৪ টা ঘণ্টা মেয়ের লাশটা পড়ে ছিলো’
- ৩ বছর আগে রূপগঞ্জে অগ্নিকাণ্ড: ‘লাশ শনাক্তে ডিএনএ পরীক্ষা’
- ৩ বছর আগে ‘আহতরা ৫০ হাজার, নিহতদের পরিবার পাবে ২ লাখ টাকা’
- ৩ বছর আগে কারখানাটিতে দাহ্য পদার্থ ছিল: পুলিশ
- ৩ বছর আগে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় অর্থমন্ত্রীর শোক