ঈদের নামাজ শেষে চলছে পশু কোরবানি
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বিভিন্ন স্থানে গরু ও ছাগল কোরবানি করা হচ্ছে (ছবি: রাইজিংবিডি)
পবিত্র ঈদুল আজহা আজ (২১ জুলাই)। ত্যাগের মহিমায় সারাদেশে কোরবানির ঈদ উদযাপন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ঈদের নামাজ শেষে ঢাকাসহ সারাদেশে চলছে পশু কোরবানি। বরাবরের মতই পশু জবাইয়ের নির্ধারিত স্থান ছাড়াও নগরীর বিভিন্ন অলিগলির সড়কে, গ্যারেজে ও ফাঁকা জায়গায় পশু কোরবানি করতে দেখা গেছে।
রাজধানীর দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, বাসাবো, গোরান, রামপুরা, মগবাজার, মালিবাগ এলাকা ঘুরে বিভিন্ন স্থানে গরু ও ছাগল কোরবানি করতে দেখা গেছে।
আজ সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষ অনেকে পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়েন।
এদিকে, কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের ওপর জোর দিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
ঢাকা/এনটি/ইভা