ঢাকা     সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

সোমবার সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলবে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ১ আগস্ট ২০২১   আপডেট: ১৪:২৯, ১ আগস্ট ২০২১
সোমবার সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলবে

ছবি: রাইজিংবিডি

লঞ্চ চলাচলের সময় বাড়ানো হয়েছে।  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের সুবিধার্থে আগামীকাল সোমবার (২ আগস্ট) সকাল ৬ টা পর্যন্ত দেশে লঞ্চ চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে।

রোববার (১ আগস্ট) বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, লঞ্চঘাটগুলোতে যাত্রীদের চাপ অব্যাহত রয়েছে। অনেক মানুষ রাজধানীতে আসছেন। যাত্রীদের সুবিধার্থে লঞ্চ চলাচলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ২ আগস্ট সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বত্র লঞ্চ চলাচল করবে।

এর আগে লকডাউনের মধ্যে ১ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। ১ আগস্ট থেকে শিল্প-কলকারখানা খুলে দেওয়া হয়েছে।  তবে এখন পর্যন্ত এসব কারখানায় সব শ্রমিক যোগ দিতে পারেনি।  শিল্প কারখানায় ফেরার সুবিধার্থে ২ আগস্ট সকাল ৬টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল করবে। 

আরো পড়ুন:

এর আগে শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় বিআইডব্লিউটিএ জানিয়েছিল, কারখানায় শ্রমিকদের ফেরার সুবিধার্থে রোববার (১ আগস্ট) বেলা ১২টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল করবে।

হাসান/এসবি/এমএম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়