ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

লকডাউনের দশম দিনে রাজধানীতে গ্রেপ্তার ৩০৩

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ১ আগস্ট ২০২১  
লকডাউনের দশম দিনে রাজধানীতে গ্রেপ্তার ৩০৩

চলমান লকডাউনের দশম দিন রোববার (১ আগস্ট) রাজধানীতে সরকারি নির্দেশনা অমান্য করায় ৩০৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানিয়েছেন, সরকারি নির্দেশ না মানায় রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত রমনা, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান থেকে ৩০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১০৩ জনকে ১ লাখ ১৬ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম‌্যমাণ আদালত। ট্রাফিক পুলিশ ১৮৩টি গাড়িকে ৪ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

আরো পড়ুন:

লকডাউন কার্যকরে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। ভ্রাম‌্যমাণ আদালতের অভিযান ও পুলিশের টহল অব‌্যাহত আছে।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়