লকডাউনের দশম দিনে রাজধানীতে গ্রেপ্তার ৩০৩
চলমান লকডাউনের দশম দিন রোববার (১ আগস্ট) রাজধানীতে সরকারি নির্দেশনা অমান্য করায় ৩০৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানিয়েছেন, সরকারি নির্দেশ না মানায় রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত রমনা, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান থেকে ৩০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১০৩ জনকে ১ লাখ ১৬ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ট্রাফিক পুলিশ ১৮৩টি গাড়িকে ৪ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
লকডাউন কার্যকরে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও পুলিশের টহল অব্যাহত আছে।
ঢাকা/মাকসুদ/রফিক