আলোকচিত্রী চঞ্চল মাহমুদের অবস্থা শঙ্কটাপন্ন
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
আলোকচিত্রী চঞ্চল মাহমুদের অবস্থা শঙ্কটাপন্ন বলে জানিয়েছেন, তার চিকিৎসক সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডা. মাহবুবুর রহমান। চঞ্চল মাহমুদ বর্তমানে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ আছেন বলেও জানান এই চিকিৎসক।
ডা. মাহবুব জানান, চঞ্চল মাহমুদ গতকাল (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে হার্ট অ্যাটাক নিয়ে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে আসলে তাকে সিসিইউ-এ ভর্তি করানো হয়। এর ঘণ্টা দেড়েক পরে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। দুপুর ২টার দিকে শারিরীক অবস্থার অবনতি ঘটলে চঞ্চল মাহমুদকে ভেন্টিলেটরে (লাইফ সাপোর্ট) দেওয়া হয়।
চঞ্চল মাহমুদের চিকিৎসক আরও জানান, তার শারিরীক অবস্থা বিশেষ ভালো না। ২-৩ বার পরীক্ষায় তার করোনা নেগেটিভ এলেও তার শরীরে করোনা উপসর্গ রয়েছে। তার ফুসফুসে ইনফেকশন রয়েছে, পানিও জমেছে। তার বয়স, শারিরীক অবস্থা, সব মিলিয়ে সেরে ওঠাটা বেশ কঠিনই মনে হচ্ছে।
তিনি আরও জানান, তার হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইল্যুর একসাথে হয়েছে। প্রথম দিকে তার ব্লাড প্রেশার পাওয়া যায়নি। তার বয়স হয়েছে ৬৪ বছর। তাছাড়া ২০০৭ ও ২০১০ সালে তার হার্টে রিং পরানো হয়েছে। আমরা তার ব্যাপারে খুব কনসার্ন রয়েছি। সর্বোত্তম চিকিৎসা চলছে তার।
মেসবাহ য়াযাদ/সনি