ঢাকা     বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৩ ১৪৩১

‘স্রোতের তীব্রতা না কমা পর্যন্ত পদ্মায় ভারী ফেরি চলবে না’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ১০ আগস্ট ২০২১   আপডেট: ১৫:৪৮, ১০ আগস্ট ২০২১
‘স্রোতের তীব্রতা না কমা পর্যন্ত পদ্মায় ভারী ফেরি চলবে না’

ছবি: মাহি

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, স্রোতের তীব্রতা না কমে আসায় পদ্মায়, বাংলাবাজার-শিমুলিয়া রুটে ভারী ফেরি চলবে না।সেতুর নিচ দিয়ে শুধুমাত্র হালকা যানবাহন নিয়ে ফেরি চলাচল করতে পারবে। বারবার পদ্মা সেতুর পিলারে সঙ্গে এ দুর্ঘটনায় মন্ত্রণালয় বিব্রত।

মঙ্গলবার (১০ আগস্ট) সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ কথা জানান।

আরও পড়ুন: আবারও পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কা, আহত ৫

খালিদ মাহমুদ চৌধুরী বলেন,বিকল্প পথে ভারী যান নিয়ে ফেরি চলবে। আজকে থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। 

মন্ত্রী আশা করছেন, সেপ্টেম্বরের শেষে এই নদীতে স্রোত কমে আসবে। 

সোমবার (৯ আগস্ট) মাদারীপুর বাংলাবাজার ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শিমুলিয়া ঘাটের দিকে যাচ্ছিল। মুন্সীগঞ্জের লৌহজংয়ে নির্মাণাধীন পদ্মা সেতুর ১০ পিলারের কাছে এসে চালক নিয়ন্ত্রণ হারালে ফেরিটি পিলারের পাইল ক্যাপে ধাক্কা দেয়। এতে ঢালাই ভেঙে দুটি রড বেড়িয়ে আসে। ফেরিও ফেটে যায়। এ সময় ফেরিতে থাকা একটি গমভর্তি ট্রাক দুটি প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে।

এর আগে জুলাই মাসে দুই দফায় পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনা ঘটে। ২০ জুলাই পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথের রো রো ফেরি শাহ মখদুমের তলা ফুটো হয়ে যায়। ২৩ জুলাই মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা রো রো ফেরি শাহ জালাল ১৭ নম্বর পিলারে ধাক্কা দিলে তা ক্ষতিগ্রস্ত হয়।

এসবি/এমএম


সর্বশেষ

পাঠকপ্রিয়