ঢাকা     মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১১ ১৪৩১

‘টিকা কার্যক্রমের এলোমেলো অবস্থা ঠিক হয়ে যাবে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ১১ আগস্ট ২০২১  
‘টিকা কার্যক্রমের এলোমেলো অবস্থা ঠিক হয়ে যাবে’

‘করোনা মহামারি প্রতিরোধে সরকারের সমন্বিত টিকা কার্যক্রমে কিছুটা এলোমেলো ব্যবস্থা থাকলেও তা দ্রুত সময়ে ঠিক হয়ে যাবে’ বলে মন্তব‌্য করেছেন, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য তোফায়েল আহমেদ।

বুধবার (১১ আগস্ট) ব্যবসায়ীদের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই আয়োজিত ‘বঙ্গবন্ধুর আর্থিক দর্শন: শিল্প ও বাণিজ্য উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বক্তব্যে বঙ্গবন্ধুর কর্মময় জীবনে অর্থনৈতিক চিন্তা ও পদক্ষেপের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। সভাপতিত্ব করেন, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

সেমিনার বক্তব্য দিয়েছেন- পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, কাজী আকরাম উদ্দিন আহমেদ, শফিউল ইসলাম মহিউদ্দিন। এছাড়া এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদ সদস্যসহ বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করে তাদের মতামত তুলে ধরেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘গ্রামের এমন কোনো মানুষ নেই যিনি প্রধানমন্ত্রীর সহযোগিতা পাননি। আজকে যদিও টিকা নিয়ে একটু এলোমেলো তা ঠিক হয়ে যাবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার শুধু ব্যবসায়ী বান্ধব নয়, শ্রমিক বান্ধবও। আপনারা (ব্যবসায়ীরা) যখন যা চান, প্রধানমন্ত্রী তা করেন। সাথে সাথে শ্রমিকের স্বার্থ যাতে ক্ষতি না হয় সেটি তিনি খেয়াল রাখছেন।’

সাবেক বাণিজ্যমন্ত্রী দেশের আর্থ সামাজিক অবস্থা তুলে ধরে বলেন, ‘জাতীর জনকের অসমাপ্ত কাজ সমাপ্ত কাজে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।’

ঢাকা/শিশির/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়