ঢাকা     মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

ঢাকা উত্তরে ডেঙ্গু রোগী কমছে: মেয়র আতিক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ১৪ আগস্ট ২০২১   আপডেট: ০১:৪৪, ১৫ আগস্ট ২০২১
ঢাকা উত্তরে ডেঙ্গু রোগী কমছে: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমান্বয়ে কমছে বলে দাবি করেছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার (১৪ আগস্ট) রাজধানীর মধুবাগ এলাকা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, নগরবাসীর সচেতনতার কারণেই অন্যান্য এলাকার তুলনায় ঢাকা উত্তরে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন কমছে।'

ডিএনসিসির মেয়র জানান, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল মহানগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ২১০ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ডেঙ্গু রোগী মাত্র ৩২ জন। ডিএনসিসি এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা রাজধানীর মোট ডেঙ্গু রোগীর তুলনায় অনেক কম হলেও এটিকে শূন্যে নামিয়ে আনার লক্ষ্যেই সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূল না হওয়া পর্যন্ত স্থানীয় কাউন্সিলরসহ ডিএনসিসির সর্বস্তরের কর্মকর্তা- কর্মচারী মাঠে সক্রিয় থাকবেন। নগরবাসীর কল্যাণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৬টি নগর স্বাস্থ্যকেন্দ্রেই ডেঙ্গু রোগের ফ্রি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।’  

এ সময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

মেসবাহ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়