পরিকল্পনা সচিবের গাড়ি ভাঙচুর
বিএনপির মহানগর দক্ষিণ ও উত্তরের নবগঠিত কমিটির নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিকল্পনা কমিশনের সচিবের গাড়ি ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা।
আরও পড়ুন: চন্দ্রিমা উদ্যানে বিএনপি-পুলিশ সংঘর্ষ
মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পরিকল্পনা সচিব জয়নুল বারী এ বিষয়ে বলেন, রাজধানীর চন্দ্রিমা উদ্যানের কর্নারের মোডে এসে এই ঘটনা ঘটেছে। আমি পরিকল্পনা মন্ত্রণালয়ের দিকেই জাচ্ছিলাম। এ সময় বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়ে গাড়ির সামনের এবং পেছনের সব গ্লাস ভেঙে দিয়েছে। তবে কেউ আহত হয়নি।
তিনি বলেন, চন্দ্রিমা উদ্যানের কর্নারে আসার পর গাড়ির সামনে হঠাৎ করে বেশকিছু যুবক এসে ভাঙচুর শুরু করে। এ সময় আমি কোনো রকমে গাড়ি থেকে নেমে পুলিশের আশ্রয় নেই।
এরপর আরেকটি গাড়ি এসে সচিবকে পরিকল্পনা কমিশনে নিয়ে যায়।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানে আলম মুন্সী রাইজিংবিডিকে বলেন, এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে গাড়ি ভাঙচুরের ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
/হাসিবুল/মাকসুদ/এসবি