নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ বিল সংসদে উত্থাপনের সুপারিশ
নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১ পাস করার জন্য তা জাতীয় সংসদের আগামী অধিবেশনে উত্থাপনের সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার (২২ আগস্ট) সংসদ ভবনে কমিটির ১৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
মো. শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, মো. শামসুল হক টুকু, মো. আব্দুল মজিদ খান, শামীম হায়দার পাটোয়ারী, গ্লোরিয়া ঝর্ণা সরকার, সেলিম আলতাফ জর্জ এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন।
বৈঠকে গান্ধী আশ্রম (ট্রাস্টি বোর্ড) বিল, ২০২১ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। কোনো সংশোধনী না থাকায় বিলটি জাতীয় সংসদে পাসের উদ্দেশ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সুপারিশ করা হয়।
বৈঠকের শুরুতে ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাবেক সভাপতি আবদুল মতিন খসরুর মৃত্যুতে শোক প্রকাশ এবং তার আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ঢাকা/আসাদ/রফিক