ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

এডিস মশার লাইসেন্সও দিচ্ছে বিআরটিএ: মেয়র আতিক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ২৮ আগস্ট ২০২১   আপডেট: ১৮:৪৮, ২৮ আগস্ট ২০২১
এডিস মশার লাইসেন্সও দিচ্ছে বিআরটিএ: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো.আতিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যানবাহনের লাইসেন্স দেয়ার পাশাপাশি এডিস মশার লাইসেন্সও দিচ্ছে। যা খুবই দুঃখজনক।

শনিবার (২৮ আগস্ট) রাজধানীর মিরপুর এলাকায় সুস্থতার জন্য চলমান সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে 'দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার' স্লোগান বাস্তবায়ন এবং মশক নিধনে বিশেষ অভিযান সরেজমিনে পরিদর্শনকালে তিনি একথা বলেন।

এসময় ডিএনসিসি মেয়র বলেন, 'মিরপুর বিআরটিএ অফিসটি এডিস মশার লার্ভা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। বিআরটিএ-র ভিতরে বিভিন্ন জায়গায় কোটি কোটি লার্ভা দৃশ্যমান রয়েছে। যার কারণে এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।'

মেয়র বলেন, 'ব্যক্তিগত, সরকারি কিংবা বেসরকারি যে ভবনেই এডিসের লার্ভা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেই জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং হবে।'

কার‌ও একার পক্ষে এডিস মশা দূর করা সম্ভব নয় বলে মনে করেন মেয়র আতিক। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তার রোধ এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সবাইকে সচেষ্ট থাকার অনুরোধ জানান।

ডিএনসিসি মেয়র বলেন, 'নিজেদের বাসাবাড়ি কিংবা অফিস কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।'

যে বাড়িতে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, ঐবাড়িসহ তার আশপাশে এডিস মশার লার্ভা ধ্বংসে কার্যকর ঔষধ স্প্রে করার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, 'ফুটপাত কিংবা রাস্তা দখলের অধিকার কারও নেই। সর্বসাধারণের ব্যবহারের জন্য এগুলো নির্মাণ করা হয়েছে। তাই যারা ফুটপাত কিংবা রাস্তা দখল করে রেখেছেন তাদেরকে নিজ দায়িত্বে দখল ছেড়ে দিতে হবে অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

পরিদর্শনকালে মেয়রের নির্দেশনায় বিআরটিএ অফিসের পিছনে সেনপাড়া পর্বতা এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাটগুলো স্থানীয় জনগণের সহায়তায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।

ঢাকা/মেয়া/এমএম


সর্বশেষ

পাঠকপ্রিয়