ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

‘জিয়ার কবরে তার লাশ নেই’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ৩০ আগস্ট ২০২১  
‘জিয়ার কবরে তার লাশ নেই’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরদেহ পাওয়া যায়নি। কাঠের বাক্স দাফন করা হয়েছিল। জিয়ার কবরে তার লাশ নেই। থাকলে ডিএনএ টেস্ট করে তা প্রমাণ করুন।’

সোমবার (৩০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মুক্তিযুদ্ধ প্রজন্ম আয়োজিত ‘বঙ্গবন্ধুর আদর্শ হত্যা রোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান মেহেদী হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস প্রমুখ।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘জিয়াউর রহমানের কবরে তার মৃতদেহ থাকলে আপনারা ছবি দেখান। ছবি যদি না থাকে, ডিএনএ টেস্ট করলেই প্রমাণ পাওয়া যাবে। যদি ওখানে কোনোকিছু থেকে থাকে, ডিএনএ টেস্ট করে প্রমাণ করুক। যদি প্রমাণ হয়, জাতির কাছে নাকে খৎ দিয়ে ক্ষমা চাইব। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, জাতি বিচার করুক। দণ্ড দিলেও মেনে নেব। আমি চ্যালেঞ্জ করি যে, সেখানে তার মৃতদেহ নেই।’

তিনি আরও বলেন, ‘কার না কার মৃতদেহ পাওয়া গেল, জিয়ার কবর বলে চালিয়ে দেবেন, এমন মিথ্যাচার চলতে পারে না। একটি মিথ্যা কবরকে জিয়াউর রহমানের কবর বলে চালিয়ে দেবেন, এটি মিথ্যাচার।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘কেবল জিয়ার কবর নয়, জাতীয় সংসদ এলাকায় লুই কানের নকশাবহির্ভূত যত কবর ও অবৈধ স্থাপনা আছে, সব অপসারণ করতে হবে। জাতির পিতাকে হত্যা করবে আর মুক্তিযুদ্ধের খেতাব থাকবে, তা হতে পারে না। দালিলিক প্রমাণ সাপেক্ষে জিয়াউর রহমানের খেতাবও বাতিল হবে।’

ঢাকা/আসাদ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়