ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

ডেঙ্গু নিয়ন্ত্রণ চান পুরান ঢাকাবাসী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ৩ সেপ্টেম্বর ২০২১  
ডেঙ্গু নিয়ন্ত্রণ চান পুরান ঢাকাবাসী

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপসকে দৃষ্টি দেওয়ার অনুরোধ করেছেন পুরান ঢাকাবাসী।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষুদ্ধ পুরান ঢাকাবাসী ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘মেয়র ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ।  মেয়রের সুদৃষ্টি চাই, আমার ঢাকাবাসী জলাবদ্ধতা, মশা আর ডেঙ্গুতে আতঙ্কিত।  প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ।  হাসপাতালে ভর্তি হচ্ছে। এর থেকে বাঁচার জন্যই এখানে আসা।  আমরা ঘুমাতে পারছি না।’

আরো পড়ুন:

শেখ বোরহানউদ্দিন কলেজের শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, ‘পুরান ঢাকাবাসী ডেঙ্গুতে অতিষ্ঠ।’ বংশালের দেলোয়ার হোসেনের ৬ বছরের ছেলে আরাব হোসেনও ডেঙ্গুতে আক্রান্ত। চিকিৎসা নেয় মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে।  তিনিও এসেছেন মানববন্ধনে। তিনি বলেন, ‘সিটি করপোরেশনের তদারকি করতে হবে।’

নাসরিন সুলতানা নামে একজন বলেন, ‘আপনারা দেখে আসুন পুরান ঢাকার কি অবস্থা। এলাকা খানাখন্দে ভরে গেছে।  পুরান ঢাকাবাসী প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।’

/মামুন/সুমি/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়