এসডিজি অর্জনে জাতিসংঘের সহায়তা চেয়েছে এফবিসিসিআই
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জাতিসংঘের সহায়তা চেয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘নিউ ওয়ার্ল্ড, নিউ হোপ: জাতিসংঘ ও বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে জাতিসংঘের সহায়তা চান এফবিসিসিআই‘র সভাপতি মো. জসিম উদ্দিন। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সহায়তায় জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে এ সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি।
জসিম উদ্দিন বলেন, ‘এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের পর জাতিসংঘের বিভিন্ন সংস্থার সহায়তা প্রয়োজন আছে। এতে এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি এসডিজি অর্জন সহজ হবে।’
বাংলাদেশের জন্মলগ্ন থেকেই জাতিসংঘের সঙ্গে সুসম্পর্ক আছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে, বিশেষ করে দারিদ্র্য দূরীকরণ, টেকসই উন্নয়ন কৌশল, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা, মাতৃ ও শিশু উন্নয়ন, টিকাদান, যুব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, শিল্প উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা ও গবেষণা খাতে জাতিসংঘের অবদানের কথা উল্লেখ করেন এফবিসিসিআই সভাপতি।
করোনা মহামারি দেশের অর্থনীতিতে কঠিন আঘাত হেনেছে, জানিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিকনির্দেশনা ও নীতিকৌশলের মাধ্যমে বাংলাদেশ দ্রুতই অর্থনীতি পুনরুদ্ধারের পথে আছে। দারিদ্র্য বিমোচন, শিশু ও মাতৃ মৃত্যুহার কমানো, গড় আয়ু বৃদ্ধি, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, অর্থনৈতিক স্থিতিশীলতা, টেকসই প্রবৃদ্ধিসহ আর্থ-সামাজিক সব সূচকে অগ্রগতি অব্যাহত রাখার মাধ্যমে বাংলাদেশ এসডিজি অর্জন করবে বলে আশা করি।’
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি মো. আমিনুল হক, সালাহউদ্দিন আলমগীর, এম এ রাজ্জাক খান, এ এম নাঈমুর রহমান এমপি, চেজ পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বেনজীর আহমেদ এমপি, এফবসিসিআই পরিচালক মো. রেজাউল করিম রেজনু, মোহাম্মাদ আনোয়ার সাদাত সরকার, তাবারাকুল তোসাদ্দেক হোসাইন খান, মোহাম্মেদ বজলুর রহমান, মোহাম্মদ আলী খোকন, শমী কায়সার, আলমগীর শামসুল আলামিন, মো. নাসের, নাজ ফারাহানা আহমেদ, সৈয়দ সাদাত আলমাস কবীর, মোহাম্মাদ রিয়াদ আলী প্রমুখ।
সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার, ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর ইন বাংলাদেশ মিয়া সেপ্পো, কান্ট্রি ইকোনমিস্ট ইউএনডিপি বাংলাদেশ ড. নাজনীন আহমেদ।
বক্তব্য রাখেন—বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়ালসন।
সম্মেলনের সভাপতিত্ব করেন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড ইনকের নেতা ও গ্রেটার নিউ ইয়র্ক চেম্বারের সদস্য শেকিল চৌধুরী।
ঢাকা/শিশির/রফিক