ঢাকা     সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২২ ১৪৩১

৩ সচিবসহ ৬ কর্মকর্তাকে বদলি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ২৮ অক্টোবর ২০২১  
৩ সচিবসহ ৬ কর্মকর্তাকে বদলি

তিন সচিবসহ প্রশাসন ক্যাডারের ছয় কর্মকর্তাকে বদলি করেছে সরকার।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরীকে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেনকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।

আরো পড়ুন:

আরেক আদেশে সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে ঢাকার বিভাগীয় কমিশনার এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেনকে সিলেটের বিভাগীয় কমিশনার করা হয়েছে।

পৃথক আদেশে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান সরকারকে স্বাস্থ্যসেবা বিভাগের কেন্দ্রীয় ঔষধাগার, ঢাকার পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়