ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

বাস-ট্রাক ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ৪ নভেম্বর ২০২১   আপডেট: ১৯:৩৬, ৪ নভেম্বর ২০২১
বাস-ট্রাক ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

ফাইল ফটো

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ঘোষিত ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংগঠনের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাকেশ ঘোষ।

তিনি জানিয়েছেন, তেলের দাম কমানো অথবা পরিবহনের ভাড়া বাড়ানোর দাবি সরকার না মানলে ধর্মঘট অব্যাহত থাকবে। তবে, বাস-ট্রাকের কোনো মালিক যদি আর্থিক ক্ষতি মেনে নিয়ে গাড়ি চালাতে চান, তারা চালাতে পারবেন।

এদিকে, পরিবহন মালিকরা জানিয়েছেন, তারা আর্থিক ক্ষতি মেনে নিয়ে গাড়ি চালাতে চান না।

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) ভোর থেকে সারা দেশে বাস-ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশন।  

হাসিবুল/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়