ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

ধর্মঘট অব্যাহত, বিকেলে লঞ্চ মালিকদের সঙ্গে সরকারের বৈঠক

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ৭ নভেম্বর ২০২১   আপডেট: ১১:০০, ৭ নভেম্বর ২০২১
ধর্মঘট অব্যাহত, বিকেলে লঞ্চ মালিকদের সঙ্গে সরকারের বৈঠক

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রোববারও (৭ নভেম্বর) রাজধানী পালিত হচ্ছে পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা ধর্মঘট। ঢাকায় আজও চলাচল করছে না কোনো বাস। রাজধানী থেকে ছেড়ে যাচ্ছে না আন্তজেলা ও দূরপাল্লার গণপরিবহন।

রোববার (৭ নভেম্বর) সকালে রাজধানীতে দেখা গেছে গণপরিবহনের তীব্র সংকট। সকাল থেকে রাজধানীর শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, খামারবাড়ি, এলিফ্যান্ট রোড, কলাবাগান, ধানমন্ডি, আসাদগেট ও শ্যামলী এলাকায় কোনো গণপরিবহন দেখা যায়নি। তবে কিছু বিআরটিসি বাস চলতে দেখা গেছে।

বাস চলাচল বন্ধ থাকায় রাজধানীর সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ি, রিকশা, মোটরসাইকেল ও অটোরিকশা। অফিসগামীরা বিকল্প এসব বাহনে যাতায়াত করেছেন। অনেকেই তিন থেকে চার গুণ বাড়তি ভাড়ায় এসব বাহনে করে কর্মস্থলসহ নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন। বাড়তি ভাড়ার কারণে অনেকে হেঁটে যাতায়াত করেছেন। 

আরো পড়ুন:

এদিকে, আজ বিকেলে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে বসছে সরকার। বেলা ৩টায় মতিঝিলের বিআইডব্লিউটিএ কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়