ধর্মঘট অব্যাহত, বিকেলে লঞ্চ মালিকদের সঙ্গে সরকারের বৈঠক
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রোববারও (৭ নভেম্বর) রাজধানী পালিত হচ্ছে পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা ধর্মঘট। ঢাকায় আজও চলাচল করছে না কোনো বাস। রাজধানী থেকে ছেড়ে যাচ্ছে না আন্তজেলা ও দূরপাল্লার গণপরিবহন।
রোববার (৭ নভেম্বর) সকালে রাজধানীতে দেখা গেছে গণপরিবহনের তীব্র সংকট। সকাল থেকে রাজধানীর শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, খামারবাড়ি, এলিফ্যান্ট রোড, কলাবাগান, ধানমন্ডি, আসাদগেট ও শ্যামলী এলাকায় কোনো গণপরিবহন দেখা যায়নি। তবে কিছু বিআরটিসি বাস চলতে দেখা গেছে।
বাস চলাচল বন্ধ থাকায় রাজধানীর সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ি, রিকশা, মোটরসাইকেল ও অটোরিকশা। অফিসগামীরা বিকল্প এসব বাহনে যাতায়াত করেছেন। অনেকেই তিন থেকে চার গুণ বাড়তি ভাড়ায় এসব বাহনে করে কর্মস্থলসহ নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন। বাড়তি ভাড়ার কারণে অনেকে হেঁটে যাতায়াত করেছেন।
এদিকে, আজ বিকেলে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে বসছে সরকার। বেলা ৩টায় মতিঝিলের বিআইডব্লিউটিএ কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
/এসবি/