ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

বাস ভাড়া বাড়াতে বিআরটিএতে বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ৭ নভেম্বর ২০২১   আপডেট: ১৪:৪৬, ৭ নভেম্বর ২০২১
বাস ভাড়া বাড়াতে বিআরটিএতে বৈঠক চলছে

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া বৃদ্ধির দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট চলছে। এই অচলাবস্থা কাটাতে ধর্মঘটের তৃতীয় দিন (৭ নভেম্বর) পরিবহন মালিক-শ্রমিকদের  সঙ্গে বৈঠক শুরু হয়েছে।

রোববার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার পর রাজধানীর মহাখালীতে বিআরটিএ ভবনে এ বৈঠক শুরু হয়।

জ্বালানি মন্ত্রণালয় গত বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে। এরপর ভাড়া বাড়ানোর দাবিতে গত শুক্রবার অঘোষিতভাবে বাস, ট্রাক ও অন্য পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেন মালিকেরা। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রামে চলাচলকারী তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা সিএনজিচালিত বাসও বন্ধ রয়েছে।

আরো পড়ুন:

বিআরটিএর উপ-পরিচালক (প্রশাসন) (উপসচিব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আজকের সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। আর এতে অংশ নিয়েছেন পরিবহন মালিক সংগঠনের নেতাকর্মীরা।

তিনি বলেন, বৈঠকের পর নতুন ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত এলে এ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করা হবে‌‌।

হাসিবুল/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়