হাফ পাস চালুর দাবিতে এলিফ্যান্ট রোডে বিক্ষোভ

গণপরিবহনে হাফ পাস চালুর দাবিতে রাজধানীর এলিফ্যান্ট রোডে বিক্ষোভ করছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরের পর তারা বিক্ষোভ শুরু করে। দুপুর সাড়ে ১২ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পড়ে এলাকা।
স্থানীয়রা জানায়, দুপুর ১২টার পর শিক্ষার্থীরা এলিফেন্ড রোড, সিটি কলেজের সামনের সড়কসহ আশপাশের সড়কে অবস্থান নেয়। এ কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। দেখা দিয়েছে তীব্র যানজট।
শিক্ষার্থীরা জানায়, হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। সরকারকে উদ্যোগ নিয়ে হাফ ভাড়া কার্যকর করতে হবে।
মাকসুদ/এসবি