৪১তম বিসিএসের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা শুরু ২৯ ডিসেম্বর
৪১তম বিসিএসের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৯ ডিসেম্বর। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরীক্ষার আসনবিন্যাসসহ বিস্তারিত বিষয়াদি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২৯ নভেম্বর ৪১তম বিসিএসের আবশ্যিক বিষয়গুলোর লিখিত পরীক্ষা শুরু হয়েছে। চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।
গত ১ আগস্ট ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় ২১ হাজার ৫৬ জন পাস করেছেন। ২০১৯ সালের নভেম্বরে ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বছরের ৫ ডিসেম্বর থেকে ২০২০ সালের ৪ জানুয়ারি পর্যন্ত আবেদন জমা নেওয়া হয়।
এ পরীক্ষার মাধ্যমে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে ৩২৩ জন, সাধারণ ক্যাডারে ৬৪২ জন, প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জনসহ ২ হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
ইয়ামিন/রফিক