দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত: স্বাস্থ্যমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ফটো)
দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী জানান, জিম্বাবুয়ে থেকে খেলা শেষ করে ফিরে আসা জাতীয় মহিলা ক্রিকেট দলের দুই ক্রিকেটারের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) ঢাকা শিশু হাসপাতাল থেকে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘করোনার নতুন এই ধরনের উপসর্গ মৃদু। দুই নারী ক্রিকেটার কোয়ারেন্টাইনে আছেন। তারা ভালো আছেন। নিয়মিত তাদের চেকআপ চলছে। আশা করছি, তারা দুজনই দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’
এখনও যারা করোনার টিকা নেননি, তাদেরকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। টিকা নিলে ওমিক্রনে আক্রান্ত হলেও তেমন ক্ষতি হবে না বলে তিনি আশস্ত করেন।
এ প্রসঙ্গে শনিবার বিকেএসপিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘যেহেতু তারা ওই অঞ্চল (আফ্রিকা) সফর করে এসেছে, তাই তাদের ওমিক্রন শনাক্ত হওয়ার বিষয়ে আমি অবাক হইনি। তারা এখন সবাই আইসোলসনে আছে। আক্রান্ত দুজনসহ দলের সব নারী ক্রিকেটার সুস্থ আছেন।’
আরও পড়ুন: জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার করোনায় আক্রান্ত
দুই নারী ক্রিকেটারের ওমিক্রন পরীক্ষা করছে স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকা/মেসবাহ য়াযাদ/ইভা