ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

বিএসএফআইসিতে ‘বঙ্গবন্ধু কর্নার’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ২৮ ডিসেম্বর ২০২১  
বিএসএফআইসিতে ‘বঙ্গবন্ধু কর্নার’

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নির্মাণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু কর্নার’।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন।

পরে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেছেন, ‘চিনিকলগুলো লাভজনক করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। উচ্চ ফলনশীল আখ উদ্ভাবনের চেষ্টা চালাচ্ছি। কারখানাগুলো আধুনিকায়নের কাজ চলছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শিগগিরই চিনি শিল্পে সুদিন ফিরবে।’

আরো পড়ুন:

বিএসএফআইসির চেয়ারম্যান মো. আরফিুর রহমান অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয় ও বিএসএফআইসি’র কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে শিল্পমন্ত্রী ‘আলোর বাতিঘর বঙ্গবন্ধু’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়