ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৬ ১৪৩১

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ফ্রি ডেন্টাল চেক-আপ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ২৮ ডিসেম্বর ২০২১  
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ফ্রি ডেন্টাল চেক-আপ

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে চাইল্ড ফাউন্ডেশন। সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় ২৮ ডিসেম্বর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ফ্রি ডেন্টাল চেক-আপের ব্যবস্থা করেছে সংগঠনটি। এ আয়োজনের সঙ্গে ছিল আতিক ডেন্টাল কেয়ার।

ঢাকার জিঞ্জিরায় আমান ফাউন্ডেশন হেলথ সেন্টারে দিনব্যাপী এ ক্যাম্পেইনে দাঁতের চিকিৎসা নেন ঢাকার বিভিন্ন এলাকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। চাইল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তাহরিন আমান ও সহ-প্রতিষ্ঠাতা আনোয়ারা আনা আমান এ মানবিক উদ্যোগ নেন।

তাহরিন আমান বলেছেন, ‘এ ক্যাম্পেইনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দাঁতের চেক-আপ ফ্রি করার পাশাপাশি তাদের অভিভাবকদের জন্য ছিল বিশেষ আয়োজন। ঘরে কীভাবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দাঁতের যত্ন নেওয়া যায়, সে বিষয়ে অবহিত করা হয়েছে।’

আনোয়ারা আনা আমান বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মুখে হাসি ফোটানো এবং একটি সুখী সমাজ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে কাজ করছে চাইল্ড ফাউন্ডেশন। আগামী দিনেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’

মেসবাহ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়