ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

দুস্থদের মাঝে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ৩০ ডিসেম্বর ২০২১   আপডেট: ১০:৫২, ৩০ ডিসেম্বর ২০২১
দুস্থদের মাঝে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

১১ পদাতিক ডিভিশন ও বগুড়া অঞ্চল পরিদর্শনে গিয়ে বুধবার (২৯ ডিসেম্বর) শীতার্ত মানুষের মাঝে এসব বস্ত্র বিতরণ করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরো পড়ুন:

সেনাপ্রধানের নির্দেশে প্রতি বছরের মতো এবারও শীত মৌসুমে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধান সিরাজগঞ্জে হতদরিদ্র মানুষের মাঝে ২ হাজার ৫০০ কম্বল বিতরণ করেন। ভবিষ্যতেও সেনাবাহিনীর এ ধরনের জনসেবামূলক কাজ অব্যাহত থাকবে।

বগুড়া অঞ্চল পরিদর্শনকালে সেনাপ্রধানের সঙ্গে ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/বুলাকী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়