ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

আরও একবছর এনআইডির দায়িত্বে হুমায়ুন কবীর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ১২ জানুয়ারি ২০২২  
আরও একবছর এনআইডির দায়িত্বে হুমায়ুন কবীর

এ কে এম হুমায়ুন কবীর

নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হিসেবে আরও এক বছর থাকছেন বর্তমান ডিজি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান সই করা এক আদেশে এনআইডির বর্তমান ডিজি এ কে এম হুমায়ুন কবীরকে এক বছর চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।  এ কে এম হুমায়ুন কবীর সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী এ কে এম হুমায়ুন কবীর (পরিচিতি নম্বর ৫৬০৫) অতিরিক্ত সচিবকে তার অবসর-উত্তর ছুটি এবং তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ২৪ জানুয়ারি ২০২২ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক (এনআইডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

আরো পড়ুন:

এর আগে, এ কে এম হুমায়ুন কবীরকে গত বছরের ৪ জানুয়ারি এক আদেশে এনআইডির মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ কে এম হুমায়ুন কবীর এনআইডির ডিজির দায়িত্ব নেওয়ার আগে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

/হাসিবুল/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়