ঢাকা     বুধবার   ০১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৮ ১৪৩১

বিয়েসহ জনসমাগম বন্ধ রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ২০ জানুয়ারি ২০২২   আপডেট: ১৫:০৯, ২০ জানুয়ারি ২০২২
বিয়েসহ জনসমাগম বন্ধ রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি)

দেশজুড়ে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। এই সংক্রমণ রোধে বিয়েসহ বিভিন্ন ধরনের সামাজিক জনসমাগম বন্ধ রাখতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আরও পড়ুন: বিধিনিষেধ না মানলে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিবেশন শেষে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

জাহিদ মালেক বলেন, বিয়েসহ বিভিন্ন জনসমাগম, সামাজিক অনুষ্ঠান আপাতত বন্ধ রাখতে হবে। এ বিষয়গুলো আমরা জেলা প্রশাসকদের কাছে তুলে ধরেছি। কঠোরভাবে এসব দিকে লক্ষ্য রাখার জন্য তাদেরকে বলা হয়েছে।

তিনি বলেন, ল্যান্ডপোর্ট, সিপোর্ট, এয়ারপোর্টে নিয়মিত স্ক্রিনিং চলছে।  সেগুলো যাতে ঠিকমতো দেখেন ও যাতে সেখানে ফাঁকি না দেওয়া হয়।  কোয়ারেন্টাইন বিষয়েও তাদেরকে বলা হয়েছে। কোয়ারেন্টাইনে যারা আছেন, অনেক সময় ফাঁকফোকর দিয়ে বের হয়ে যান এবং তারা অন্যদের সংক্রমিত করে। এই বিষয়গুলো আপনারা নজরদারিতে রাখবেন, যাতে কোয়ারেন্টাইন ঠিকমতো হয়।

/মেয়া/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়