ঢাকা     বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৩ ১৪৩১

ত্রাণ মন্ত্রণালয়ে নতুন সচিব কামরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ২৩ জানুয়ারি ২০২২  
ত্রাণ মন্ত্রণালয়ে নতুন সচিব কামরুল

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসানকে পদোন্নতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার জায়গায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আশরাফ উদ্দিনকে।

রোববার (২৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন আগামী ৩০ জানুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

আরো পড়ুন:

কামরুল হাসান বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব), মৌলভীবাজারের জেলা প্রশাসক, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার একান্ত সচিব, মৌসুমি হজ অফিসার (২০০৯, ২০১০, ২০১১ ও ২০১২ সাল), উপ-সচিব ও যুগ্ম সচিব হিসেবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে এবং যুগ্ম সচিব হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত ছিলেন। কামরুল হাসানের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামে।

পৃথক আরেকটি আদেশে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান মিজানুর রহমানকে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়