ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

দেশে বুস্টার ডোজ পেয়েছেন ৫৭ লাখের বেশি মানুষ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ১৮ মার্চ ২০২২  
দেশে বুস্টার ডোজ পেয়েছেন ৫৭ লাখের বেশি মানুষ

দেশে এখন পর্যন্ত করোনার বুস্টার ডোজ পেয়েছেন ৫৭ লাখ ১০ হাজার ২০৭ জন মানুষ। এছাড়া ৯ কোটি ২০ লাখ ১১ হাজার ৭৮১ জন পেয়েছেন দুই ডোজ। আর প্রথম ডোজের টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ২৩৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৮ মার্চ) সারা দেশে ৩৮ হাজার ৫৮৯ জন প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ ১ লাখ ৭১ হাজার ৮৯৮ জন এবং বুস্টার ডোজ পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৬৯২ জন। তাদের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

১ নভেম্বর থেকে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১ কোটি ৭১ লাখ ৬৪ হাজার ৭১৩ জন শিক্ষার্থীকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৮৫৫ জনকে।

এদিকে, গত একদিনে ৮ হাজার ৮১৮ জন শিক্ষার্থী প্রথম ডোজ টিকা নিয়েছে।  আর ৩২ হাজার ৫২৮ জন নিয়েছে টিকার দ্বিতীয় ডোজ।

দেশে এ পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৭৫৫ জন ভাসমান মানুষ টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ১৮ বছর বয়সী যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন।

মেয়া/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়