ঢাকা     মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

ক্রিকেট দলের প্রশংসা, ফুটবলকে এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ২৮ মার্চ ২০২২   আপডেট: ১৮:১৩, ২৮ মার্চ ২০২২
ক্রিকেট দলের প্রশংসা, ফুটবলকে এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার মাটিতে দেশটির বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ জয়ের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে দেশের ফুটবলকে আরো এগিয়ে নিতে নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (২৮ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দিয়েছেন তিনি।   

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী এতে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজকে খেলাধুলা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এপ্রিসিয়েট করেছেন, সাউথ আফ্রিকাতে যে সিরিজ জিতল; এটা তো একটা গ্রেট এচিভমেন্ট। এর পাশাপাশি ব্যাংককেও আমাদের আর্চারি টিম তিনটি স্বর্ণ পেয়েছে, সেটাকেও এপ্রিসিয়েট করেছেন। তারপর হকি টিমও চ্যাম্পিয়ন হলো।’

তিনি বলেন, এছাড়া তিনি (প্রধানমন্ত্রী) ফুটবলকে আরেকটু উন্নতি করার পরামর্শ দিয়েছেন।

এএএম/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়