ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

‘ঘুষের টাকায় দান-সাদকা নয়’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ১৫ এপ্রিল ২০২২  
‘ঘুষের টাকায় দান-সাদকা নয়’

বায়তুল মোকাররমে জুমার নামাজে মুসল্লিরা

পবিত্র রমজান মাসে সঠিকভাবে সিয়াম সাধনা করে মহান রবের সন্তুষ্টি অর্জনের তাগিদ দিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নতুন খতিব মুফতি মাওলানা রুহুল আমিন। তিনি কোরআন-হাদিসের নির্দেশনা তুলে ধরে হালাল উপার্জনের মাধ‌্যমে জীবন-জীবিকা নির্বাহের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৫ এপ্রিল) রাজধানীর বায়তুল মোকাররমে পবিত্র রমজানের দ্বিতীয় জুমার নামাজের আগে খুতবায় এ আহ্বান জানিয়েছেন তিনি।

কোরআন-হাদিসের উদ্ধৃতি দিয়ে মুফতি রুহুল আমিন বলেছেন, ‘ঘুষ সামাজিক ও রাষ্ট্রীয় অপরাধ। শরীয়তের দৃষ্টিতেও হারাম। তাই কোনোভাবেই ঘুষ খাবেন না। ঘুষের টাকায় দান-সাদকা দেবেন না। ঘুষের টাকায় সওয়াবের আশায় দান-সাদকা করলে মারাত্মক গুনাহ হবে। আমল শুদ্ধ হওয়ার জন‌্য, সিয়াম সাধনার জন‌্য হালাল উপার্জনের বিকল্প নেই।’

আরো পড়ুন:

রসজান মাসে জবানের লাগাম টেনে ধরার তাগিদ দিয়েছেন খতিব। তিনি বলেছেন, ‘জবানের হেফাজত করুন। অহেতুক কথাবার্তা, ঝগড়াঝাটি, অসদাচরণ ও অশ্লীল কথা বলা থেকে বিরত থাকুন। জবানকে মন্দ কাজ থেকে বিরত রাখতে হবে এবং বেশি করে কোরআন তেলাওয়াত, ধর্মীয় শিক্ষা দেওয়া, এবাদত-বন্দেগির মতো ভালো কাজে লাগাতে হবে।’

পরিপূর্ণ রোজাদার হওয়ার জন‌্য দৃষ্টির হেফাজত করার তাগিদ দিয়েছেন মুফতি রুহুল আমিন। খতিব বলেন, ‘খারাপ দৃষ্টি থেকে বাঁচতে হবে, নাহলে রোজার মতো আমল নষ্ট হয়ে যাবে। কবিরা গুনাহ থেকে, আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচাতে হবে। নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এটাই বড় জিহাদ।’

শরীয়ত নির্ধারিত পরিমাণ যাকাত আদায়ে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন বায়তুল মোকাররমের খতিব। তিনি বলেন, ‘কোনোরকমে লামছাম যাকাত দেওয়া বন্ধ করুন। লামছাম যাকাত দিয়ে কাকে ঠকাচ্ছেন? আপনি আপনাকে ঠকাচ্ছেন। এতে আপনার আমল, সম্পদ কোনোটাই শুদ্ধ হবে না। যাকাতও আদায় হবে না। যে উদ্দেশ্যে যাকাত দিচ্ছেন, সেটা যেন পূরণ হয়। যাদের যাকাত দেওয়ার বিধান আছে, তাদের যেন দেওয়া হয়।’

রমজানের শেষ ১০ দিনে মসজিদে এতেকাফের প্রস্তুতি নেওয়ার জন‌্য মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন খতিব। তিনি বলেন, ‘শেষ ১০ দিন এতেকাফের জন‌্য প্রস্তুতি নিন। ইফতারের আগে মসজিদে চলে আসবেন। শেষ ১০ দিন এতেকাফ তো করলেন। তার ওপর এমন একটি রাত পাবেন, যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। এই রাত হাজার মাসের চেয়ে উত্তম। শেষ ১০ দিনের সব বিজোড় রাত আমাদের জন‌্য শবে কদর। সেটি কত উত্তম রাত আল্লাহই ভালো জানেন। যত বেশি এবাদত করবেন, আমল করবেন, ততই কামিয়াব হবেন।’

পবিত্র জুমার নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম মিল্লাতের সুখ-সমৃদ্ধির জন‌্য মোনাজাত করেন মুফতি রুহুল আমিন।

পবিত্র রমজানের দ্বিতীয় জুমার নামাজে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। সাড়ে ১২টার মধ্যেই মসজিদ পূর্ণ হয়ে যায়। নামাজের আগ মুহূর্তে মসজিদের ভেতরে ও বাইরে বিশাল চত্বরে জায়গা না পেয়ে অনেক মুসল্লি প্রচণ্ড রোদের মধ্যে বাইরে নামাজ আদায় করেন।

নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়