ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

মধ্যরাতে নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:১৫, ১৯ এপ্রিল ২০২২   আপডেট: ০৩:০৪, ১৯ এপ্রিল ২০২২
মধ্যরাতে নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। সোমবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঢাকা কলেজের মাস্টার্সের দুই শিক্ষার্থী নিউমার্কেটে কেনাকাটা করতে যান। এসময় কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে নিউমার্কেট থানা এলাকায় একদল শিক্ষার্থী জড়ো হয়। এরপরই সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ীরা বলাকা সিনেমা হলের সামনে অবস্থান নেন। অন্যদিকে নিউমার্কেট এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। সঙ্ঘবদ্ধ হয়ে তারা একে অপরকে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেন রাইজিংবিডিকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মাঝখানে পুলিশ ব্যারিকেড গড়ে তুলেছে।

মাকসুদ/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়