ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: হতাহতদের ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা

নিউজ ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ৫ জুন ২০২২   আপডেট: ১৫:৪১, ৫ জুন ২০২২
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: হতাহতদের ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের কর্মীসহ ৪৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় হতাহতদের জন্য ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 

রোববার (৫ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন জানান, অগ্নিকাণ্ডে হতাহত ও ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা হিসেবে নগদ ১ কোটি টাকা এবং ১ হাজার শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে ৫০ হাজার ও আহতদের ২০ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন। 

আরো পড়ুন:

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সোনাইছড়ির কদমরসুল এলাকায় অবস্থিত ওই কনটেইনার ডিপোতে রাতে আমদানিকৃত একটি কনটেইনার থেকে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তা বিভিন্ন কনটেইনারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 

আরও পড়ুন: সীতাকুণ্ডে আগুন: দুই ফায়ারকর্মীর লাশ উদ্ধার

ফোনে বাঁচাও বাঁচাও চিৎকার করতে করতে পুড়ে অঙ্গার মোমিনুল

আগুনের লাইভ করছিল, বিস্ফোরণে উড়ে গেল তরুণ

আগুন জ্বলছে, ফায়ার সার্ভিসের অসহায় আত্মসমর্পণ!

দগ্ধদের উদ্ধার ও হাসপাতালে পাঠাতে সহায়তা করছে র‌্যাব

সীতাকুণ্ডে আগুন: উদ্ধার কাজে স্বেচ্ছাসেবী ও স্থানীয়রা

সীতাকুণ্ডে যাচ্ছে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল

সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৩

সীতাকুণ্ডে ফেসবুকে লাইভ করা অলিউর মৌলভীবাজারের ছেলে 

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়