ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিস কর্মী মৃতের সংখ্যা বেড়ে ৮

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ৫ জুন ২০২২   আপডেট: ১৬:১২, ৫ জুন ২০২২
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিস কর্মী মৃতের সংখ্যা বেড়ে ৮

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের নিহত কর্মীর সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে, একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

রোববার (৫ জুন) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৮ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৫ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।’

আরো পড়ুন:

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কনটেইনার ডিপোতে বিকট বিস্ফোরণ ঘটে। দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় বহু হতাহতের ঘটনা ঘটে।

রোববার দুপুর পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে ৮ জন ফায়ার সার্ভিসের কর্মী।

আরো পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৪

মাকসুদ/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়