সীতাকুণ্ডের ঘটনায় সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
রোববার রাজধানীর ‘শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’-এ আসা আহত রোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিকাণ্ডের ঘটনায় রাত থেকে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। তিনি ঢাকায় চিকিৎসাধীন ও চট্টগ্রামে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের চিকিৎসা মনিটরিং করছেন। চট্টগ্রামের সার্বিক পরিস্থিতির ওপর খোঁজ রাখতে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করে শিক্ষা উপমন্ত্রী ও স্থানীয় সাংসদ মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নির্দেশ দিয়েছেন সেখানে সার্বক্ষণিক থাকার জন্য।
ঢাকায় বার্ন ইউনিটে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের বিষয়ে সুচিকিৎসা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির প্রধান ড. সামন্ত লালের সঙ্গে প্রতিনিয়ত কথা বলছেন বলেও জানান জাহাঙ্গীর কবির নানক।
তিনি জানান, প্রধানমন্ত্রী নির্দেশের ড. সামন্ত লালের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল চট্টগ্রামে সরেজমিনে যাচ্ছেন অগ্নিদগ্ধদের রক্তদানসহ যে কোনো প্রয়োজনে ছাত্রলীগের নেতাকর্মীদের বার্ন ইউনিটে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, চট্টগ্রামেও একইভাবে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা রক্তদান ও প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
তিনি অগ্নিদগ্ধের ঘটনায় গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও নিহতদের আত্মার মাগফেরাত কমান করেন। একইসঙ্গে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার মাধ্যমে আরোগ্য লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ড. সামন্ত লাল জানান, অগ্নিদগ্ধে যারা আহত হয়ে ঢাকায় এসেছেন তারাও শঙ্কামুক্ত নন। চিকিৎসা চলছে। প্রধানমন্ত্রী নির্দেশমতো সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসায় কোনো গাফিলতি হবে না।
এসময় সেখানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম উপস্থিত ছিলেন।
পারভেজ/নাসিম