ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: সহায়তার প্রস্তাব চীনের

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪৭, ১১ জুন ২০২২  
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: সহায়তার প্রস্তাব চীনের

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাঠানো এক চিঠিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে চীনের পক্ষ থেকে সহায়তার প্রস্তাবও দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জুন) ঢাকার চীনা দূতাবাস এতথ্য জানিয়েছে।

চিঠিতে ওয়াং আই সীতাকুণ্ড ঘটনায় শোকসন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বাংলাদেশের পরবর্তী প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদানের প্রস্তাব দেন।

আরো পড়ুন:

ওয়াং আই চিঠিতে বলেন, ‘চীন জরুরী প্রতিক্রিয়ার ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। যাতে আমাদের দুই দেশের জনগণের মঙ্গল হয় ও নিরাপত্তা রক্ষা করা যায়।’

এর আগে ৪ জুন সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটে। এই ঘটনায় ৯ ফায়ার ফাইটারসহ অনেকের মৃত্যু হয়। দগ্ধ ও আহত হন শতাধিক মানুষ।

ঢাকা/হাসান/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়