ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

‘স্বাধীনতাত্তোর বাঙালি জাতির অন্যতম সাহসের প্রতীক পদ্মা সেতু’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫৯, ২১ জুন ২০২২  
‘স্বাধীনতাত্তোর বাঙালি জাতির অন্যতম সাহসের প্রতীক পদ্মা সেতু’

স্বাধীনতাত্তোর বাঙালি জাতির অন্যতম সাহসের প্রতীক পদ্মা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর মাধ্যমে ২১টি জেলার সঙ্গে নিরবচ্ছিন্ন মেলবন্ধন গড়ে বাংলাদেশকে পৌঁছে দিচ্ছেন উন্নয়নের মহাসোপানে।

সোমবার (২০ জুন) রাজধানীর বাগিচা রেস্টুরেন্টে ল’ ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব) আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক ও ল্যাব উপদেষ্টা এডভোকেট কাজী মো. নজিবুল্লাহ্ হিরু এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের উন্নয়ন ষড়যন্ত্রকারীদের সহ্য হচ্ছে না। একদিকে পদ্মা সেতুর উদ্বোধনের ক্ষণগণনা চলছে, অপর দিকে পাল্লা দিয়ে ষড়যন্ত্রকারীদের গাত্রদাহ বাড়ছে।’

ল্যাব সভাপতি কাজী ওয়ালী উদ্দিন ফয়সলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মমতাজ উদ্দিন ফকির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী, বার কাউন্সিল সদস্য এডভোকেট মো. রবিউল আলম (বুদু), এডভোকেট ড. মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, এড. শাহ্ মনজুরুল হক, ব্যারিস্টার মাসুদ হোসেন দোলন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা সম্পাদক অনিসুর রহমান, ল্যাব সাধারণ সম্পাদক সহকারী অ্যাটর্নি জেনারেল শরিফুজ্জামান মজুমদার সংগ্রাম।

সমাপনী বক্তব্যে ল্যাব সভাপতি বলেন, ‘দেশে প্রায় সব পেশার মানুষের জন্য ব্যাংক ও হাসপাতাল রয়েছে। আইনজীবীদের জন্য বিশেষায়িত ব্যাংক ও হাসপাতালের দাবি জানাচ্ছি।’

এর আগে, সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ল্যাব উপদেষ্টা সিনিয়র এডভোকেট সাঈদ আহমেদ রাজা, বার কাউন্সিলের সদস্য মোখলেছুর রহমান বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এড. আবদুন নুর দুলাল, ঢাকা আইনজীবী সমিতির সম্পাদক এড. ফিরোজুর রহমান মন্টু প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শামীম খান ও ফিরোজুল ইসলাম (ফিরোজ)।

হাসান/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়