ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

‘অর্থনৈতিক মুক্তি অর্জনে পদ্মা সেতু অনেক বড় অবদান রাখবে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ২৫ জুন ২০২২  
‘অর্থনৈতিক মুক্তি অর্জনে পদ্মা সেতু অনেক বড় অবদান রাখবে’

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অর্থনৈতিক মুক্তি অর্জনে পদ্মা সেতু অনেক বড় অবদান রাখবে। 

শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশস্থলে পৌঁছে তিনি এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের আর্থসামাজিক মুক্তিসহ প্রতিটি ক্ষেত্রের পদ্মা সেতু অবদান রাখবে। এর ফলে বদলে যাবে দেশের ২১টি জেলার চিত্র। এই সেতু আমাদের আবেগের। এর ফলে আমাদের মাথা বহির্বিশ্বে অনেক উঁচু হয়েছে৷ 

আরো পড়ুন:

তিনি বলেন, সেতুর জমকালো উদ্বোধন উপলক্ষে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাসহ মাওয়া প্রান্তে সকাল থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে। 

এদিকে সকাল ১০টায় মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। 

ঢাকা/হাসিবুল/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়