ঢাকা     রোববার   ১৩ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ৩০ ১৪৩১

মুকুল বোসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৪, ২ জুলাই ২০২২   আপডেট: ০৯:৪২, ২ জুলাই ২০২২
মুকুল বোসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক 

মুকুল বোস (ফাইল ফটো)

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২ জুলাই) এক শোক বার্তায় তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস মারা গেছেন 

আরো পড়ুন:

আজ ভোর ৫টা ২০ মিনিটে ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুকুল বোস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। কিডনি জটিলতাসহ হৃদরোগে ভুগছিলেন মুকুল বোস। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

উল্লেখ্য, আওয়ামী লীগের সবশেষ কাউন্সিলের পর ২০১৭ সালের ১ জানুয়ারি মুকুল বোসকে দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়।

ঢাকা/পারভেজ/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়